অ্যাটকোর সভাপতির মুক্তি চেয়ে ঝালকাঠিতে দোয়া মাহফিল
বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে ঝালকাঠিতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, আইনজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা অংশ নেন। মিলাদ ও দোয়াপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব জাহাঙ্গীর হোসেন মঞ্জু।
প্রেসক্লাবের সহসভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, স্থানীয় পত্রিকা অজানা বার্তার সম্পাদক এস এম আবদুর রহমান কাজল, মোসলেম আলী খান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিয়াজুল ইসলাম বাচ্চু, দৈনিক আমার দেশের প্রতিনিধি শফিউল আজম টুটুল ও এনটিভির জেলা প্রতিনিধি কে এম সবুজ।
সভায় বক্তারা এনটিভির চেয়ারম্যানের মুক্তির দাবি করেন। তাঁর বিরুদ্ধে করা মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিও জানান তাঁরা। এ ছাড়া দেশের বন্ধ সব গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানানো হয় সভায়।
পরে মোসাদ্দেক আলীর সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিমের সহযোগিতায় ঝালকাঠি এনটিভি দর্শক ফোরাম এই আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করে।