মীর কাসেম আলীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে। আজ সোমবার দুপুরে এ রায় প্রকাশিত হয়।
সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ এনটিভি অনলাইনকে বলেন, মীর কাসেম আলীম ফাঁসির আদেশ বহাল রেখে দেওয়া আপিল বিভাগের রায়ে আজ স্বাক্ষর করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে চার বিচারপতি। এর পর আজ দুপুরে ২৪৪ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়।
এখন নিয়ম অনুযায়ী মীর কাসেম আলীর এই রায় ট্রাইব্যুনাল হয়ে কারাগারে পাঠানো হবে বলে জানান সাব্বির ফয়েজ। তিনি বলেন, ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ আইন অনুযায়ী রায়ের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ঢাকার জেলা প্রশাসক, কেন্দ্রীয় কারাগার এবং মীর কাসেম আলীর কাছে পৌঁছে দেবে।
এই রায় পড়ার পর রিভিউ করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন কাসেম আলী। রিভিউ করার জন্য তিনি আজ থেকে ১৫ কর্মদিবস সময় পাবেন বলে জানান সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার।
এ বিষয়ে কাসেম আলীর আইনজীবী এস এম শাহজাহান এনটিভি অনলাইনকে বলেন, রায় হাতে পাওয়ার পর রিভিউ করবেন কি না, তা তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন।
যদি মীর কাসেম আলী রিভিউ করেন এবং পরে তা খারিজ হয়ে যায়, তাহলে যেকোনো সময় তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে সরকার।
মুক্তিযুদ্ধের সময় কিশোর জসিমসহ ছয়জনকে হত্যার দায়ে মীর কাসেমকে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায় বহাল রেখে গত ৮ মার্চ রায় দেন আপিল বিভাগ। তবে রঞ্জিত দাস, টুন্টু সেন হত্যার দায় থেকে কাসেম আলীকে খালাস দেওয়া হয়।
গত ৯ ফেব্রুয়ারি থেকে মীর কাসেমের আপিল মামলাটির শুনানি শুরু হয়। আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে সাত কার্যদিবসে এ মামলার শুনানি ২৪ ফেব্রুয়ারি শেষ হয়।