চান্দিনায় ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুজনকে কারাদণ্ড
কুমিল্লার চান্দিনা উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করাসহ মারধর করার দায়ে দুই তরুণকে পৃথক মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ দেলোয়ার হোসেন নামের এক তরুণকে এক বছর ও নাঈমুল ইসলাম নামের অপর তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। দণ্ডাদেশ পাওয়া দুজনের বাড়ি চান্দিনার বরকরই গ্রামে।
দোল্লাই নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা আক্তার জানান, বখাটেরা বিদ্যালয়গামী ছাত্রীদের প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল। আজ শনিবার সকালে অষ্টম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে আসার সময় বরকরই নাঈনীপাড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ-ছয়জন বখাটে কুপ্রস্তাব দেয়। ওই ছাত্রী রাজি না হওয়ায় এবং তাদের কাছ থেকে চলে আসতে চাইলে বখাটেরা মারধর করে এবং আটকে রাখে।
প্রধান শিক্ষক বলেন, ‘খবর পেয়ে আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রীকে উদ্ধার করার পর শিক্ষার্থীর অভিভাবকরা বিদ্যালয়ে এসে অভিযোগ করেন। পরে আমরা পুলিশকে খবর দিলে চান্দিনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেন অভিযান চালিয়ে দুই বখাটেকে আটক করেন। ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত শাস্তি দেন।’
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী এনটিভি অনলাইনকে জানান, সমাজে যারা এ ধরনের অপরাধ করবে তাদের আটক করে এভাবে আইনের হাতে তুলে দিতে হবে।