ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল হাসানের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট ইউনিট অভিযান শুরু করে।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (মিডিয়া) আকতারুল ইসলাম।
আকতারুল ইসলাম বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক বার্ষিক ক্রীড়া কর্মসূচি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের আশ্রয় নিয়ে বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।