সুনামগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে আহত ১০
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ২০টি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে। আজ মঙ্গলবার দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হরতালের সমর্থনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে একটি মিছিল বের করেন। একই সময়ে আওয়ামী লীগ হরতালবিরোধী আরেকটি মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ, বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় ইটপাটকেলের আঘাতে মিজানুর রহমানও আহত হন। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ২০টি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্বে সুনামগঞ্জ শহরের পুরাতন কোর্ট প্রাঙ্গণ থেকে বের হওয়া মিছিল পুরাতন বাস স্টেশনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। বিএনপি নেতারা ওখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন।

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ