স্ত্রী নির্যাতনের মামলায় সরকারি কৌঁসুলি কারাগারে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/14/photo-1465921072.jpg)
নারী ও শিশু নির্যাতনের মামলায় লালমনিরহাটের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আহসান হাবীব সবুজকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফাজ উদ্দিন এ আদেশ দেন।
যৌতুক না পেয়ে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে—এমন অভিযোগে মামলাটি করেন এপিপির স্ত্রী ফারহানা আক্তার। গতকাল সোমবার রাতে এপিপিকে আটক করে পুলিশ। তাঁর বাড়ি কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আহসান হাবীব সবুজের সঙ্গে প্রায় ১৮ বছর আগে বিয়ে হয় কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার এলাকার ফারহানা আক্তারের। তবে বিয়ের পর থেকেই সবুজ যৌতুকের জন্য তার স্ত্রীকে চাপ দিয়ে আসছিল। এ নিয়ে ফারহানাকে নানা সময়ে শারীরিক ও মানসিক নির্যাতনও করা হতো। তবে শেষ পর্যন্ত নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাঁর স্ত্রী গত সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ দুপুরে পুলিশ ওই আইনজীবীকে আদালতে পাঠায়।
নাম প্রকাশ না করার শর্তে লালমনিরহাটের একাধিক আইনজীবী জানান, ওই আইনজীবীর স্ত্রী জেলা আইনজীবী সমিতির কাছে আগে বিষয়টি নিয়ে একাধিকবার বিচার চেয়েছিলেন। সমিতির পক্ষ একবার স্বামী-স্ত্রীর মধ্যে আপস-মীমাংসা করে দেওয়া হয়েছিল।
রাতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ বলেন, ‘মামলা দায়েরের পর এপিপিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’