যৌতুকের মামলায় এসআই জেলহাজতে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/03/photo-1422967268.jpg)
যৌতুক নিরোধ আইনের মামলায় ঢাকার সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুর রহমান সুমনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাদারীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকারিয়া এই আদেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার কালকিনি উপজেলার ডাসার থানার খাতিয়াল গ্রামের মকবুল ফকিরের মেয়ে শিখা আক্তারের সঙ্গে সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোতাহার মিয়ার ছেলে মাহিদুর রহমান সুমনের ২০১০ সালের ১৯ নভেম্বর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর শিখার স্বামী ঢাকার সূত্রাপুর থানার এসআই মাহিদুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা মাদারীপুর শহরে বাড়ি করার জন্য যৌতুক বাবদ পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে তাঁরা শিখাকে নির্যাতন করে বাবার বাড়িতে পাঠান। ওই ঘটনায় শিখা আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। এসআই মাহিদুর আজ মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার বাদী শিখা আক্তার বলেন, ‘আমার ওপর যে নির্যাতন করা হয়েছে, আমি এর উপযুক্ত বিচার চাই।’