জামালপুরে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু
জামালপুরের মেলান্দহে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দেওলাবাড়ি সর্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হচ্ছে, সরদারপাড়া গ্রামের রমজান আলীর ছেলে আব্দুল আলিম (১০) ও ফুল মিয়ার ছেলে রায়হান (৬) ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম জানিয়েছেন, বাড়ির পাশে একটি মাঠে বৃষ্টির সময় খেলছিল শিশুরা। এ সময় বজ্রপাতে শিশু আব্দুল আলিম ও রায়হান আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা উভয় শিশুকে মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শফিক জামান, জামালপুর