ঢাবি ছাত্রীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির এক ছাত্রীর ওপর স্বামীর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ওই ছাত্রীর বাবা দাবি করেন, তিন বছর আগে মোফাজ্জল হোসেন রাহাতের সাথে তাঁর মেয়ের বিয়ে হয়। তাঁদের একটি শিশুসন্তানও রয়েছে। কিন্তু বিয়ের দু-তিন মাস পর থেকেই তাঁর মেয়ের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন রাহাত। গত ৩১ মার্চ ক্যাম্পাস থেকে তাঁর মেয়েকে ধরে নিয়ে ঘরের দরজা লাগিয়ে প্রচণ্ড নির্যাতন চালান রাহাত। মেয়ের ওপর এ ধরনের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে তিনি রাহাতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কলা অনুষদের ডিন অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, ‘ওই ছাত্রীর ওপর নির্মম নির্যাতন মানুষ হিসেবে আমাদের লজ্জিত করে। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের একজন ছাত্রীর ওপর এমন আচরণে আমরা চুপ করে বসে থাকতে পারি না।’
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহফুজুল ইসলাম বলেন, ‘ওই ছাত্রী অনেক সময় আমাদের কাছে এসে স্বামীর নির্যাতনের কথা বলতো। আমরা বর্বরোচিত নির্যাতনের জন্য ধিক্কার জানাই।’
মানববন্ধনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষকসহ বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা