মীর কাসেম আলীর সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরিবারের নয় সদস্য মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তাঁরা হলেন মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন, ছেলে মীর আহমেদ বিন কাসেম, পুত্রবধূ সায়েদা ফাহমিদা আক্তার ও তাহমিনা আক্তার, মেয়ে তাহেরা তাসমিম, ভাগ্নে রুমান পারভেজ ও আবদুল আল মাহাদী, ভাতিজা কে এম রশিদ উদ্দিন এবং শুভ মজুমদার।
কাশিমপুর কারাগারের জেলার নাসির আহমেদ বলেন, শনিবার দুপুরে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর পরিবারের নয় সদস্য তাঁর সঙ্গে দেখা করতে কারাগারে আসেন। পরে দুপুর পৌনে ১টার দিকে তাঁদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়।
মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফাঁসির কনডেম সেলে বন্দি রয়েছেন। এর আগে গ্রেপ্তারের পর ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে রয়েছেন।