ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীর ওপর হামলা!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/20/photo-1466421560.jpg)
মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামে হামলার শিকার আহত স্বামী-স্ত্রী। ছবি : এনটিভি
মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামে মাদকদ্রব্য বিক্রিতে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
হামলার শিকার দম্পত্তি হলেন সাগর মুন্সী (৪৫) ও তাঁর স্ত্রী রুমা বেগম (৪০)।
আহত সাগর মুন্সী জানান, আজ সোমবার সকালে নিজ বাড়িতে গিয়ে মাদক ব্যবসায়ী গাজী হাওলাদার ও কালু হাওলাদার লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় আহত স্বামী-স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি গাজী ও কালু কারাগার থেকে জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসা শুরু করেন। আর এতে বাধা দিলে দুজনের ওপর হামলা চালান তাঁরা।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা হামলার সত্যতা নিশ্চিত করেছেন।