খাগড়াছড়িতে বসতবাড়িতে আগুন, মারধর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/21/photo-1466528125.jpg)
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া এলাকায় দুই বাসিন্দার বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অভিযোগ ওঠেছে, চাঁদার জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আক্রান্তদের এলাকা ছাড়ার হুমকি দেওয়ারও অভিযোগ ওঠেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ঝর্ণাছড়া এলাকায় ১২ থেকে ১৫ জন দুর্বৃত্ত দ্বীন আলী মোল্লা ও জেসমিন আক্তারের বসতঘরে আগুন ধরিয়ে দেয় এবং মজিবুর রহমানের ঘর ভাঙচুর করে। এর আগে ঘর থেকে ধরে এনে শরিফুল ঢালীসহ চার-পাঁচজন বৃদ্ধকে মারধর করে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দ্বীন আলী মোল্লার ছেলে মারুফ বিল্লাহ বাদী হয়ে পাঁচজনে নাম উল্লেখ করে অজ্ঞাত ১২ থেকে ১৫ জনকে আসামি করে রামগড় থানায় একটি মামলা করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে বলেও জানান রামগড় থানার ওসি।
রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী হুমায়ুন রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মধ্যরাতে দুর্গম ওই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, সেখানে বেশ কয়েকটি বাঙালি দরিদ্র পরিবার দীর্ঘ কয়েক বছর ধরে বসবাস করে আসছিল। দুর্বৃত্তরা বাঙালি পরিবারগুলোকে চাঁদা আদায়, শারীরিক নির্যাতনসহ নানাভাবে ক্ষয়ক্ষতি করে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। এ কারণেই আগুন দিয়ে বাড়িঘরগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।