সাভারে আগুনে পুড়ল ২৬ ঘর
সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ২৬টি ঘর পুড়ে গেছে। আজ বুধবার দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুরে আবদুস সাত্তার মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার আবদুল হামিদ এনটিভি অনলাইনকে জানান, আবদুল সাত্তার মোল্লার বাড়িতে তৈরি পোশাক শ্রমিকরা থাকতেন। তালাবদ্ধ একটি ঘরে আগুন লাগে। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২৬টি ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি।

জাহিদুর রহমান