শাহজালাল বিমানবন্দরে ভারতীয় রুপিসহ একজন আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কোটি ভারতীয় রুপিসহ এক ব্যক্তিকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
আটক ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন। বিমানবন্দরের সহকারী কমিশনার রেয়াদুল ইসলাম জানান, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাজ্জাদ ঢাকায় ফেরেন। ভোর ৫টার দিকে কাস্টমস কর্মকর্তারা তাঁর শরীরে তল্লাশি চালান। এ সময় তিনি গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন।
সাজ্জাদের সঙ্গে থাকা সিগারেটের প্যাকেটের ভেতর দুই কোটি ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

অনলাইন ডেস্ক