চট্টগ্রামে স্বর্ণের বারসহ দুজন আটক
চট্টগ্রামের সদরঘাট থানা এলাকার একটি গুদাম থেকে ১২০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে গুদামটি সিলগালা করে দেয় পুলিশ। পুলিশ কমিশনার আবদুল জলিল রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আনু মাঝির ঘাট এলাকার এসি মেলা নামে একটি ইলেকট্রনিক পণ্যের গুদামে অভিযান চালানো হয়। সেখানে ইলেকট্রনিক পণ্যের কার্টনে থাকা কাপড়ে মোড়ানো অবস্থায় ১২০টি স্বর্ণের বার ও স্বর্ণের চেইনসহ প্রায় আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত সন্দেহে মোহাম্মদ এমরান ও টিটু নামের দুজনকে আটক করেছে পুলিশ।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মাদারবাড়ী পুলিশ ফাঁড়ির সামনে একটি গুদামে স্বর্ণ গুদামজাত করা হয়। রাতে গুদামের সামনে একটি প্রাইভেটকারে কয়েকটি কার্টন গাড়িতে ওঠানোর সময় পুলিশের সন্দেহ হয়। এ সময় টহল পুলিশ একটি কার্টন খুলে স্বর্ণের বারগুলো পায়।