রামগড়ে আ. লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/26/photo-1466958273.jpg)
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
আজ রোববার বিকেল ৫টার দিকে এ হামলায় অন্তত চার আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন উপজেলা আওয়ামী লীগের নেতা মীর হোসেন, কামাল উদ্দিন, যুবলীগের ৯ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, মো. ইলিয়াছ। তাঁদের রামগড় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা হোসেন দাবি করেন, রামগড় পৌরসভার মেয়র কাজী শাজাহান রিপনের সমর্থকরাই এই হামলায় জড়িত।
রামগড় পৌরসভার মেয়র কাজী শাজাহান রিপন আওয়ামী লীগ কার্যালয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, বরং আওয়ামী লীগ সমর্থকরাই আনোয়ার জাহিদ ছোটন ও এম এ তারেক সুমন নামের দুই সহোদর ভাইকে মারধর করেছে। তাঁরা গুরুতর আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।
বিগত পৌরসভা নির্বাচনে কাজী শাজাহান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হন। এরপর থেকে উপজেলা আওয়ামী লীগের নেতাদের একটি অংশের সঙ্গে মেয়র সমর্থকদের বিরোধ কাজ করছে।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ হতে অভিযোগ করা হয়েছে, রামগড় থানার উপপরিদর্শক (এসআই) রহমানের উসকানিতে আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। তারা পুলিশের বিতর্কিত ভূমিকার সমালোচনা করেন।
এ দিকে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানিয়েছেন, পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে।
খবর পেয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।