মোংলা পোর্ট পৌরসভার বাজেট ঘোষণা
মোংলা পোর্ট পৌরসভার আজ বুধবার ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন মেয়র মো. জুলফিকার আলী। ছবি : এনটিভি
মোংলা পোর্ট পৌরসভার ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার বিকেলে পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন মেয়র মো. জুলফিকার আলী।
বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পানি সরবরাহ, সাধারণ সংস্থাপন, উন্নয়ন সহায়তা মঞ্জুরি, উন্নয়ন প্রকল্পসহ অবকাঠামো নির্মাণ প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন অর্থবছরের এ বাজেটে ৬৫ কোটি ৬৫ লাখ ৩৪ হাজার ৩১১ টাকা আয় ধরা হয়েছে। আর ব্যয়ও ধরা হয়েছে ৬৫ কোটি ৬৫ লাখ ৩৪ হাজার ৩১১ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আলী প্রিন্স।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

আবু হোসাইন সুমন, মোংলা