খাগড়াছড়িতে দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/02/photo-1467475207.jpg)
খাগড়াছড়িতে অসহায়-দুঃস্থদের মাঝে আজ শনিবার ঈদবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বেচ্ছাব্রতী উজ্জীবক ফোরাম’। ছবি : এনটিভি
প্রতিবছরের মতো এবারও খাগড়াছড়িতে অসহায়-দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বেচ্ছাব্রতী উজ্জীবক ফোরাম’।
আজ শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়া।
স্বেচ্ছাব্রতী উজ্জীবক ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি রানা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম নাজিম উদ্দীন প্রমুখ।
এবার বয়স্ক নারী-পুরুষ, বিধবা, এতিম ও প্রতিবন্ধী শিশুসহ ৬০ জন অসহায়-দুঃস্থের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি।