ভিজিএফের চাল কালোবাজারে, ইউপি সচিব আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/03/photo-1467541734.jpg)
ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন পরিষদের সচিব জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে।
আজ রোববার দুপুরে সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নালকে পুলিশে তুলে দেন।
প্রশাসন জানায়, দোছড়ি ইউনিয়নে ঈদ উপলক্ষে সরকারিভাবে গরিব-দুঃস্থ লোকজনের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফ চাল লামা খাদ্যগুদাম থেকে উত্তোলনের জন্য পাঠানো হয়েছিল সচিব জয়নাল আবেদীনকে।
জয়নাল গুদাম থেকে অতিরিক্ত তিন টন ভিজিএফ চাল ৪২ হাজার টাকায় কালোবাজারে বিক্রি করে দিয়েছেন। জিজ্ঞাসাবাদে স্বীকার করায় তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলে জানান নাইক্ষ্যংছড়ির ইউএনও এ এস এম শাহেদুল ইসলাম।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ইউপি সচিবকে আটক করে পুলিশে দিয়েছেন ইউএনও। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।