জয়পুরহাটে সেতুর পাটাতন উৎপাটন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/04/photo-1423033736.jpg)
জয়পুরহাটের সদর উপজেলার চকদাদড়া গ্রামের ফকিরপাড়ায় একটি বেইলি সেতুর পাঁচটি পাটাতন খুলে নিয়েছে দুর্বৃত্তরা। এতে গতকাল মঙ্গলবার রাত থেকে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ছবিটি আজ ৪ ফেব্রুয়ারি, ২০১৫ বুধবার সকালে তুলেছেন শাহজাহান সিরাজ মিঠু
জয়পুরহাটের সদর উপজেলার চকদাদড়া গ্রামের বটতলী-পাকারমাথা বাইপাস সড়কে একটি বেইলি সেতুর পাঁচটি পাটাতন খুলে নিয়েছে দুর্বৃত্তরা। এতে গতকাল মঙ্গলবার রাত থেকে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা চকদাদড়া গ্রামের ফকিরপাড়ায় ওই বেইলি সেতুর পাঁচটি পাটাতন তুলে ফেলে। এর পর থেকে ওই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, খবর পেয়ে পুলিশ আজ বুধবার ভোর রাতে ওই সেতুর দুই প্রবেশপথে বাঁশ ও গাছের ডাল দিয়ে রাখে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।