কুষ্টিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগনেতার ছুরিকাঘাতে যুবক আহতের ঘটনায় মামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/chatro_league_1.jpg)
কুষ্টিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ছুরিকাঘাতে সাজেদুর রহমান সাদ আবীর (২০) নামে এক যুবক গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারি) রাতে আবীরের বাবা আসাদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিপুনুজ্জামান শান্তনুসহ আরও ছয়জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।
গত ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টা ৩০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজের সামনে আবীরকে ছুরিকাঘাতে আহত করার এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ১০টার দিকে শহর থেকে বাসায় ফেরার পথে সার্কিট হাউজের গেটের সামনে আবীরকে আটকে দেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিপুনুজ্জামান শান্তনু ও তার সহযোগীরা। একপর্যায়ে শান্তনু ধারালো ছুরি দিয়ে আবীরের মাথার দিকে আঘাত করার চেষ্টা করলে আত্মরক্ষার জন্য তিনি হাত বাড়িয়ে দেন। এতে তার ডান হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়।
আহত আবীর জানান, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় ছাত্রলীগ নেতা শান্তনুর বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার জন্য শান্তনু তাকে সন্দেহ করতেন। এরই জেরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। আবীর এ ঘটনার সঠিক বিচার দাবি করেছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান শেহাব বলেন, ‘আবীরের বাবা মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’