‘পেট্রলবোমা ছুড়ে পালানোর সময়’ যুবক গুলিবিদ্ধ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/04/photo-1423035517.jpg)
রাজধানীর খিলগাঁওয়ের আমতলা এলাকায় আজ বুধবার পুলিশের গুলিতে এক যুবক আহত হয়েছেন। তাঁর নাম কাওসার (২৫)। পুলিশের দাবি, পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গুলি করা হয়। পুলিশ হেফাজতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, আজ ভোর ৫টা ১৫ মিনিটে এই এলাকায় দায়িত্বরত পুলিশের ওপর একদল লোক পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের ধরার চেষ্টা করলে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ গুলি ছোঁড়ে। এতে কাওসার গুলিবিদ্ধ হন। পরে পুলিশ তাঁকে আটক করে। কিন্তু তাঁর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।