মাদারীপুরে দুই যুবকের লাশ উদ্ধার, একজন আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/14/photo-1468484442.jpg)
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার কর্ণপাড়া ও রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরসংলগ্ন পাট্টাবুকা এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে কর্ণপাড়া থেকে আরিফ রহমান আজাদ মুন্সী (২৬) নামের এক চিত্রশিল্পীর লাশ উদ্ধার করা হয়। আর পাট্টাবুকা থেকে উদ্ধার করা হয় হাবিবুর রহমান বয়াতি (২৫) নামের বিদেশফেরত এক যুবকের লাশ।
আজাদ মুন্সী কর্ণপাড়া গ্রামের আবু আলম মুন্সীর ছেলে। তিনি কালকিনির পাথুরিয়ারপাড় এলাকায় একটি দোকানে সাইনবোর্ড লেখাসহ বিভিন্ন ধরনের চিত্রাঙ্কনের কাজ করতেন।
নিহত আজাদ মুন্সীর বাবা বলেন, ‘আমার ছেলেকে খুন করা হয়েছে। আমার ছেলে বিয়ের পর থেকে আমি তাদের বাড়িতে তুলে নিইনি। সে তার পছন্দমতো বিয়ে করেছে। মৃত্যু হওয়ার আগের দিন দুপুরে শেষ কথা বলেছি। আমার ছেলেকে খুন করা হয়েছে।’
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, কর্ণপাড়া ব্রিজের ঢালুতে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আজাদ মুন্সী নামের এক যুবকের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে বিষয়টি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের পর জানা যাবে।
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আজাদের স্ত্রী ইয়াসমিন বেগমকে আটক করা হয়েছে।
এদিকে, বুধবার রাতে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরসংলগ্ন পাট্টাবুকা এলাকার এক পাটক্ষেত থেকে হাবিবুর রহমান বয়াতির লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামের মোহসীন বয়াতির ছেলে হাবিবুর রহমান বয়াতি মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজির পর গতকাল বুধবার বিকেলে ওই জমির মালিক পাটক্ষেত দেখতে গেলে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানান। খবর পেয়ে রাজৈর থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত হাবিবের মামা নাজির বয়াতি জানান, হাবিবের চোখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
রাজৈর থানার ওসি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, খবর পেয়ে বুধবার রাতে পুলিশ পাট্টাবুকা এলাকার এক পাটক্ষেত থেকে হাবিবুর রহমান বয়াতির লাশ উদ্ধার করেছে। তার দুটি চোখ লাল ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে পাটক্ষেতে ফেলে রাখা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।