মাদারীপুরে বাসচাপায় স্কুলশিক্ষক নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/14/photo-1468490820.jpg)
মাদারীপুরে যাত্রীবাহী বাসের চাপায় স্থানীয় এক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রধান শিক্ষকের নাম আশিষ কুমার মণ্ডল (৪৫)। তিনি কে ডি ডি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
আজ দুপুরে বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ফেরার পথে সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মকবুল হাওলাদার জানান, দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ফেরার পথে সহকারী প্রধান শিক্ষক আশিষ কুমার মণ্ডলকে কাঠেরপুল এলাকায় দ্রুতগামী সোনালী পরিবহন পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের চাকার নিচে পড়ে পিষ্ট হন তিনি। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে সোনালী পরিবহনের বাসটি আটক করা সম্ভাব হয়নি বলে জানান মকবুল হাওলাদার। নিহত সহকারী প্রধান শিক্ষক রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ওই পরিবহনের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন মকবুল হাওলাদার।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, আশিষ কুমার মণ্ডলের মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যেহেতু পরিবহনটি স্থানীয়রা চিনতে পেরেছে, সেহেতু তারা আইনগত ব্যবস্থা নিতে চাইলে নিতে পারবেন বলেও জানান ওসি।