রথযাত্রায় ছিনতাইচক্র, ১২ নারী আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/14/photo-1468497747.jpg)
মাদারীপুরের শিবচরে উল্টো রথযাত্রায় মন্দিরে আগত ভক্তদের স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী চক্রের সদস্য সন্দেহে ১২ নারীকে ভক্তরা আটক করে পুলিশে দিয়েছে।
পুলিশ ও ভক্তরা জানান, আজ বৃহস্পতিবার ছিল শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব। সে উপলক্ষে জেলার শিবচর পৌর এলাকার কেন্দ্রীয় রাধাগোবিন্দ জিউর মন্দিরে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী ভক্তরা আসতে শুরু করে।
এরই মধ্যে ভক্ত সেজে শাঁখা, সিঁদুর পরিধান করে ছদ্মবেশে ছিনতাইকারী চক্রের নারী সদস্যরাও মন্দিরে প্রবেশ করে। দুপুরে উল্টো রথযাত্রা শুরু হলে মন্দিরে আগত ভক্তদের গলা থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘট্না ঘটে।
এ সময় ভক্তদের চিৎকারে মন্দিরে আসা লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী সন্দেহে ১২ নারী সদস্যকে আটক করে। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আটককৃতরা ব্রাহ্মণবাড়িয়া ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে উল্টো রথযাত্রা উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।