ইসরায়েল আইএস দিয়ে মুসলিম বিশ্ব ধ্বংস করতে চায়
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ইসরায়েল আইএস দিয়ে গোটা মুসলিম বিশ্ব ধ্বংস করতে চায়। আর জামায়াতে ইসলামী নিজেদের অপরাধ ঢাকার জন্য ওই আইএসের সঙ্গে হাত মিলিয়েছে।
আজ শনিবার বিকেলে কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে জেলার আলেম ও ঈমামদের সঙ্গে জঙ্গিবাদ দমনে মতবিনিময় সভায় মাহবুব-উল-আলম হানিফ এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আমেরিকা সুকৌশলে সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে। শক্তিশালী মুসলমান রাষ্ট্র ছিল ইরাক। তিন হাজার বছরের সভ্যতা। তাকে ধ্বংস করে দিয়েছে। লিবিয়া ছিল মুসলিম রাষ্ট্র। গাদ্দাফি ছিলেন মুসলিম জাহানের অন্যতম শক্তিশালী নেতা। সে কর্নেল গাদ্দাফিকে হত্যা করে আজ লিবিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে।’
হানিফ আরো বলেন, ‘মিসর ছিল মুসলমানদের স্বর্গভূমি। সে মিসরকে আজ ধ্বংস করে দেওয়া হয়েছে। তিউনিশিয়া ছিল মুসলিম রাষ্ট্র। সে তিউনিশিয়াকে আজ ধ্বংস করে দেওয়া হয়েছে। আফগানিস্তানকে ধ্বংস করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এভাবে একে একে সব মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে ইসরাইল এই আইএস দিয়ে গোটা মুসলিম বিশ্বকে ধ্বংস করতে চায়। জামায়াতে ইসলামী নিজেদের অপরাধ ঢাকার জন্য আই্এসের সঙ্গে হাত মিলিয়েছে।’
কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ জেলার বিভিন্ন মসজিদের ঈমাম বক্তব্য দেন।

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া