জঙ্গিবাদের বিরুদ্ধে কুষ্টিয়ায় জাসদের মানববন্ধন
সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে আজ শনিবার কুষ্টিয়ায় মানববন্ধন করেছে জাসদ। ছবি : এনটিভি
সারা দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের এন এস রোডের বক চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া