কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র নিহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ভেটুলতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির টিউবওয়েলের সঙ্গে থাকা পানির পাম্প মেরামত করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
অন্তর নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে ভাগজোত গ্রামের উজির মণ্ডলের ছেলে।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, পানির পাম্প ঠিক করার চেষ্টা করলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় অন্তর। পরে স্থানীয় লোকজন তাকে দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথে তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া