রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বরখাস্ত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/17/photo-1468744703.jpg)
খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম ভুঁইয়াকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গতকাল শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রামগড় থানায় দায়ের করা একটি মামলার (নম্বর ০৪/২৯) অভিযোগপত্র আদালত গ্রহণ করায় মো. শহীদুল ইসলাম ভুঁইয়ার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করায় উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত]-এর ১৩খ (১) ধারা অনুসারে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রামগড় উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন সাময়িক বহিষ্কারের আদেশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম ফরহাদের নামে দায়ের করা কয়েকটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁকে গতকাল মন্ত্রণালয় সাময়িকভাবে বহিষ্কার করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শহীদুল ইসলাম ভুঁইয়া ফরহাদ জানান, তিনি ঢাকায় একটি প্রশিক্ষণ নিতে গেছেন। বরখাস্তের কথা শুনলেও এখনো কোনো চিঠি হাতে পাননি বলেও জানান তিনি।