সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে খাগড়াছড়িতে শিক্ষকদের মানববন্ধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/19/photo-1468913441.jpg)
সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে খাগড়াছড়িতে স্বাধীনতা শিক্ষক পরিষদ ও শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : এনটিভি
‘সন্ত্রাস-জঙ্গিবাদে রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানে সারা দেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলায় মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে আধা ঘণ্টার এ মানববন্ধন কর্মসূচিতে জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, নীলোৎপল খীসা, জয়চন্দ্র চাকমা, আবদুল আলী, সুশীল পাল, কাজী নাজমুল হুদা, আবুল বাশারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।