পাহাড়ে সেনাবাহিনীর বৃক্ষ বিতরণ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/19/photo-1468941071.jpg)
পাহাড়ে সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষার পাশাপাশি বৃক্ষরোপণে জনগণকে উদ্বুদ্ধ করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুইমারা সেনা রিজিয়নের উদ্যোগে মাটিরাঙা ও গুইমারা উপজেলার মুক্তিযোদ্ধা ও অসহায়-দরিদ্র পরিবারের মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গুইমারা রিজিয়নের উদ্যোগে মাটিরাঙা জোন সদরে এক অনুষ্ঠানে মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়। এ সময় গুইমারা রিজিয়নের নামাঙ্কিত একটি করে ছাতাও দেওয়া হয়।
বৃক্ষরোপণে মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলার পাশাপাশি নিজেদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের পরামর্শ দেন ২৪ পদাতিক আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান।
সেনাবাহিনী সব সমালোচনা উপেক্ষা করেই পাহাড়ের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে সেনা কর্মকর্তা বলেন, সেনাবাহিনী পাহাড়ে সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষায় তৎপর রয়েছে। এ কর্মতৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান বলেন, সাম্প্রতিক নাশকতায় সেনাবাহিনী নিজেদের জীবনবাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছে। সেনাবাহিনী মানুষের যেখানে প্রয়োজন সেখানেই যাবে। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে।
অনুষ্ঠানে মাটিরাঙা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিল্লুর রহমান, জোনাল স্টাফ অফিসার মেজর মো. শফিকুল ইসলাম, মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু, মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম মমিউর রহমান, মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটোসহ জনপ্রতিনিধি, স্থানীয় হেডম্যান-কার্বারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।