শোলাকিয়ার ‘হামলাকারী’ রিমান্ড শেষে জেলে
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিন পুলিশের ওপর হামলাকারী সন্দেহে আটক জঙ্গি জাহিদুল হক ওরফে তানিমকে (২৪) ১০ দিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মুর্শেদ জামান তানিমকে মুখ্য বিচারিক হাকিম আদালতে উপস্থিত করেন। পরে আদালতের বিচারক আব্দুস সালাম খান আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, তানিমের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে এবং এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। কিন্তু তদন্তের স্বার্থে এসব তথ্য এই মুহূর্তে বলা সম্ভব নয়।
ঈদুল ফিতরের দিন দেশের সর্ব বৃহৎ ঈদ জামাত শোলাকিয়া মাঠের অদূরে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। এ সময় দুই পুলিশ সদস্য নিহত হন। পরে পুলিশের অভিযান চলাকালে এক জঙ্গি ও এক হিন্দু নারী নিহত হন।
এ ঘটনায় গত ১০ জুলাই মামলা করা হয়। সন্ত্রাসবিরোধী আইনের ৬টি ধারায় দায়েরকৃত মামলায় দুজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়। পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামছুদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামি জাহিদুল হক ওরফে তানিম কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার বাসিন্দা। অপর আসামি শরীফুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম (২২) দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের বাসিন্দা। তিনি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।