মাদারীপুরে সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/19/photo-1468947739.jpg)
মাদারীপুর সদর উপজেলার কুকরাইল এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার রাতে আবদুল গনি মাতুব্বরের বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে ১২ বছর আগে চার ছেলে ও দুই মেয়ে নিয়ে কুকরাইল এলাকায় বসবাস শুরু করেন গনি মাতুব্বর। চার দিন আগে গনি মাতুব্বর (৭০) নিখোঁজ হন। আজ সকালেই এ ব্যাপারে মাদারীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিকেলে বাড়িজুড়ে তীব্র দুর্গন্ধ বের হলে লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে শেষমেশ রাত ৮টার দিকে সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ জানান, পরিবারের দাবি লাশটি গনি মাতুব্বরের। তবে ময়নাতদন্তের পর সঠিকভাবে বলা যাবে লাশটি প্রকৃতপক্ষে কার।
মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘আমি ঘটনা শুনেই চলে এসেছি। গনি মাতুব্বর অনেক বছর ধরে এখানে বসবাস করছেন। তিনি নিখোঁজ ছিলেন। তাঁর কোনো শক্র ছিল বলে আমার জানা নেই।’