শোলাকিয়ায় হামলাকারী শফিউলের ‘আশ্রয়দাতা’ গ্রেপ্তার
কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাকারী জঙ্গি শফিউল ইসলাম ওরফে আবু মোকাদ্দেল (২০) যে বাড়িতে ভাড়া ছিলেন সেই বাড়ির মালিক মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল শুক্রবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে র্যাব-১৩-এর কমান্ডার মো. আতিক হোসেন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১৩-এর কমান্ডার জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিন মাস ধরে শফিউল তাঁরই আশ্রয়ে ছিল। জঙ্গি শফিউলের বিরুদ্ধে শোলাকিয়ার ঈদ জামাতে হামলা ছাড়াও পঞ্চগড়ের দেবীগঞ্জের গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগ আছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মো. আতিক।
গত ৭ জুলাই ঈদের দিন সকালে শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতের এক পুলিশ চেকপোস্টে কয়েকজন হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় নিহত হন দুই পুলিশ সদস্যসহ চারজন।
পুলিশ সূত্র জানায়, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে হামলাকারীরা তিন মাস আগে আনোয়ার হোসেনের বাসা ভাড়া নিয়েছিল। ওই বাসা শহরের নীলগঞ্জ মোড়ের পাশে, ঘটনাস্থলের এক কিলোমিটারের মধ্যে।