সন্ত্রাসবাদ বিচ্ছিন্ন ঘটনা নয় : তথ্যমন্ত্রী
জঙ্গি ও সন্ত্রাসবাদ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা এ ধরনের মানবতাবিরোধী ঘটনা ঘটাচ্ছে।
আজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার আয়োজন করে ব্যাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর- বিএনসিসি।
শোভাযাত্রায় অংশ নেন রমনা রেজিমেন্টের আওতাধীন ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাডেটসহ বিএনসিসির কর্মকর্তারা।
শোভাযাত্রাটি ধানমণ্ডির রাসেল স্কয়ারে গিয়ে শেষ হয়। এর আগে তথ্যমন্ত্রী, বিএনসিসি ক্যাডেটদের ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে কাজ করার আহ্বান জানান।
সম্প্রতি বিভিন্ন জঙ্গি হামলার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে গণহত্যা চালিয়েছিল, যারা ৯৩ দিনের নির্মম আগুনযুদ্ধ বাংলাদেশে চালিয়েছিল, তাদেরই ধারাবাহিকতায় ভোল পাল্টে এসব ন্যক্কারজনক দুর্ঘটনা এবং ঘটনা ঘটিয়ে চলেছে।’

নিজস্ব প্রতিবেদক