বাল্যবিবাহ বন্ধে পাকা কলা-কাঁচা কলা তত্ত্ব!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/24/photo-1469362734.jpg)
নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করে আলোচিত হয়েছিলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফি। এবার মেয়েদের নিয়ে অনেকটা এ ধরনেরই বক্তব্য দিয়েছেন খাগড়াছড়ির এক উপজেলা পরিষদের চেয়ারম্যান।
মাটিরাঙা উপজেলার চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের কাঁচা কলার সঙ্গে তুলনা করেছেন।
আজ রোববার সকালে মাটিরাঙা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান বলেন, ‘পাকা কলার মজা কাঁচা কলায় পাওয়া যায় না।’ বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
চেয়ারম্যান আরো বলেন, একজন মেয়ে প্রাপ্ত বয়স্ক না হলে তাকে বিয়ে দেওয়া উচিত না। বাল্যবিবাহের কারণে অল্প বয়সে মা হওয়ার কারণে মৃত্যুঝুঁকি বেড়ে যায়।
‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মাটিরাঙায়ও পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। আলোচনা সভার আগে সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রা শেষে মাটিরাঙা উপজেলা পরিষদ মিলনায়তনে মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাটিরাঙা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটোল মনি চাকমার সঞ্চালনায় এতে সহকারী কশিনার (ভূমি) মো. রায়হানুল হারুন, মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলমসহ অন্যরা বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙার ইউএনও বিএম মশিউর রহমান বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন নয়, চাই জনসচেতনতা। জনসচেতনতাই পারে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করতে।
পরে মাটিরাঙা উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন মাটিরাঙার ইউএনও বিএম মশিউর রহমান ও মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু।