হাসপাতালের চিকিৎসকসহ ১০ জন হঠাৎ অসুস্থ
মানিকগঞ্জ শহরের গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ল্যাবের বিশেষজ্ঞ এক চিকিৎসক ও নয়জন কর্মচারী আজ শুক্রবার দুপুরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে নয় কর্মচারীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসককে ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়।
গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ল্যাবের পরিচালক নুরুল ইসলাম জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ছবেদ মার্কেটের দোতলায় তাঁদের হাসপাতালে আজ সকাল থেকেই কাজ করছিলেন চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ানসহ কর্মচারীরা। দুপুর ১টার দিকে হঠাৎ করে কর্মচারীরা অসুস্থ হতে থাকেন। তাঁদের মাথাব্যথা করতে থাকে। একপর্যায়ে সহ্য করতে না পেরে অনেকেই অচেতন হয়ে পড়ে যান। তাঁদের দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বেশির ভাগ কর্মচারীর চেতনা বিকেল ৫টা পর্যন্ত ফেরেনি।
অসুস্থ ব্যক্তিরা হলেন গ্রিন লাইফ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারলোজি বিশেষজ্ঞ অধ্যাপক মোতালেব চৌধুরী, ল্যাব টেকনিশিয়ান সুজন (২০), হাসপাতালের কর্মচারী মানিকগঞ্জ সিংগাইর উপজেলার নবগ্রামের মর্জিনা বেগম (১৮) ও মনোয়ারা বেগম (৪০), সদর উপজেলার ভাটবাউর গ্রামের আরিফ (২৫), সুমি (২৫), জাকিয়া (২৪), রাজিয়া (৪০), দুলালী (৪০) ও হেলেনা (৩০)।
চিকিৎসক মোতালেব চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘কিছু একটা স্প্রে করার কারণেই এই ঘটনা ঘটেছে।’
এদিকে অসুস্থদের চিকিৎসাসেবা দেওয়া মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ফরহাদ বিন সিদ্দিকী বলেন, নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কী কারণে তাঁরা চেতনা হারিয়েছেন। তাঁর ধারণা, অস্ত্রোপচার কক্ষে অচেতন করার রাসায়নিক দ্রব্য বাইরে ছড়িয়ে পড়লে এমনটি ঘটতে পারে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ