মুন্সীগঞ্জে বিপৎসীমার ২১ সেমি ওপরে পদ্মার পানি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুন্সীগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ৪৮ ঘণ্টায় জেলায় পদ্মার পানি আকস্মিক বেড়েছে। পদ্মার ভাগ্যকুল পয়েন্টে পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, পদ্মা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের ২০টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে নদীতীরবর্তী জমির ফসল। নদীতে তীব্র স্রোতের কারণে ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে জেলার মেঘনা, ধলেশ্বরী ও ইছামতী নদীর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ৪৮ ঘণ্টায় পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে অন্তত ২১ সেন্টিমিটার। এ অঞ্চলে টানা কয়েক দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে বন্যা পরিস্থিতি এখনো শঙ্কাজনক নয়।
নিম্নাঞ্চল প্লাবিত উপজেলা লৌহজংয়ের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘পানি বৃদ্ধি পেয়েছে। তবে বন্যার মতো পরিস্থিতি হয়নি। নদীর তীরসংলগ্ন বাড়ির উঠানে পানি এসেছে। তবে মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ