শিবচরে পদ্মার ভাঙন, পানিবন্দি মানুষ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/28/photo-1469691188.jpg)
মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অনেক এলাকা যেমন প্লাবিত হয়েছে, তেমনি নদীভাঙনে ঘরবাড়ি হারাচ্ছে মানুষ।
নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শিবচরের পদ্মা নদীর চরাঞ্চলের চারটি ইউনিয়ন চরজানাজাত, বন্দরখোলা, কাঁঠালবাড়ী ও মাদবরচরের অধিকাংশ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে মানুষ। এসব এলাকার ফসলি মাঠ, টিউবওয়েল, স্কুলেও পানি ঢুকে পড়েছে।
এদিকে বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মার ভাঙনে আক্রান্ত হয়ে চরজানাজাতের মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে। এই ইউনিয়নের তিনটি ওয়ার্ড ছাড়াও একই উপজেলার আড়িয়াল খাঁ নদের ভাঙনে আক্রান্ত হয়েছে সন্ন্যাসীরচর ইউনিয়ন। এ পর্যন্ত এ দুই ইউনিয়নের শতাধিক পরিবার নদীভাঙনে গৃহহীন হয়ে পড়েছে। তবে এখনো এসব এলাকায় কোনো ধরনের ত্রাণ তৎপরতা শুরু হয়নি।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহমেদ বলেন, ‘দুদিন ধরে পানি বাড়ছে। দুর্গতদের ভোগান্তিও বাড়ছে। ত্রাণের জন্য আবেদন করা হবে। ত্রাণ এলেই তাদের বিতরণ করা হবে। এ ছাড়া দ্রুত যেকোনোভাবে তাদের সহযোগিতার চেষ্টা করব।’