পদ্মা ও আড়িয়াল খাঁ তীরবর্তী এলাকায় মানুষের দুর্ভোগ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/31/photo-1469983050.jpg)
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় আট সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে আড়িয়াল খাঁ নদের পানি প্রবল তোড়ে উপজেলার শিরুয়াইল ইউনিয়নে প্রবেশ করছে। এর ফলে পূর্ব কাকৈরে বাজার রক্ষা বাঁধ প্রায় ১০০ মিটার নদীতে বিলীন হয়ে গেছে। এতে বহেরাতলা বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকিতে রয়েছে।
এ ছাড়া আড়িয়াল খাঁ নদের ভাঙনে সন্ন্যাসীরচর, পদ্মা নদীর ভাঙনে চরজানাজাত, কাঁঠালবাড়ির তিন শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়েছে। পদ্মা নদীর চরাঞ্চলের চারটি ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে ঘরের মধ্যেই মাচা তৈরি করে বসবাস করছে। এসব এলাকার ফসলি মাঠ, টিউবওয়েল ও স্কুলেও পানি ঢুকে পড়েছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট।
বানভাসীদের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ মেট্রিক টন চাল, দেড় লাখ টাকার শুকনো খাবার ও নগদ এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
পদ্মা নদীর চরাঞ্চলে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছে প্রশাসন।
তবে চাহিদার তুলনায় ত্রাণ অপ্রতুল বলে অভিযোগ করেছে বানভাসীরা।