বগুড়ায় আলুবোঝাই ট্রাকে আগুন
বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলুবোঝাই একটি ট্রাক আগুনে পুড়ে গেছে। বিকট শব্দের পর পরই ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার সময় ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নাশকতার কারণে ট্রাকে আগুন ধরেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় একটি বিকট শব্দ শোনা যায়। এর পর পরই একটি ট্রাকের সামনের অংশ আগুনে পুড়তে দেখা যায়।
ট্রাকের ড্রাইভার আশরাফুল ইসলাম বলেন, নাশকতার কারণেই ট্রাকে আগুন ধরেছে। ট্রাকটি সিএনজি গ্যাস বা পেট্রলচালিত নয়। ডিজেলচালিত ট্রাকে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ এভাবে দাউদাউ করে আগুন ধরে না।
মাঝিড়া বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ট্রাকে আগুনের ঘটনাটি রহস্যজনক। যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মাঝিড়া বন্দর এলাকায় হরতালের নাশকতা রোধে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) খোকন কুমার কুণ্ডু দাবি করেন, নাশকতার কারণে ট্রাকে আগুন ধরেনি।