মাদারীপুরে বন্যার পানি কমছে, নদী ভাঙন বাড়ছে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/02/photo-1470145010.jpg)
মাদারীপুরের শিবচরে গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি চার সেন্টিমিটার কমে এখনো বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। এতে শিবচরে চরাঞ্চলসহ একের পর এক এলাকা নদী ভাঙন আক্রান্ত ও বন্যাকবলিত হয়ে পড়েছে।
পদ্মা ও আড়িয়াল খা নদে এ পর্যন্ত সাড়ে তিন শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। প্লাবিত হয়েছে ফসলি ক্ষেত। চরাঞ্চলের চার ইউনিয়নের অন্তত চার হাজার পরিবারের ঘরে পানি ঢুকে পড়েছে। তারা মানবেতর জীবনযাপন করছে। এখনো পদ্মার চরাঞ্চলের অন্তত ২৫ হাজার মানুষ পানিবন্দি রয়েছে।
দুর্গত এলাকায় ঘরে ঘরে শুরু হয়েছে ত্রাণ বিতরণ। তবে এসব এলাকায় মানুষ একদিকে কর্মহীন, অপরদিকে ঘরবাড়ি স্থানান্তরসহ নানান সংকটে বিপর্যস্ত। দুর্গত এলাকায় দ্রুত নগদ অর্থ, টিন ও শুকনো খাবারের ব্যবস্থার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহমেদ জানান, সংসদ সদস্য নূর ই আলম চৌধুরীর উদ্যোগে রাজনৈতিক নেতারা ত্রাণ তৎপরতা চালাচ্ছে। তবে সরকারি অন্যান্য দপ্তরের বিরুদ্ধে এ ব্যাপারে গাফলতির অভিযোগ উঠেছে।
দেরিতে হলেও কৃষি খাতের ক্ষয়ক্ষতি দেখতে আজ সকাল থেকে চরাঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন জেলা কৃষি দপ্তরের উপপরিচালক আবদুর রাজ্জাকসহ কৃষি কর্মকর্তারা।