কল্যাণপুরে নিহত ‘জঙ্গি’ আবদুল্লাহর ‘সহযোগী’ রিমান্ডে
ঢাকার কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত ‘জঙ্গি’ আবদুল্লাহর সহযোগী আলমগীর হোসেনকে (২৩) গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নিয়েছে দিনাজপুরের পুলিশ।
আজ মঙ্গলবার ভোরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামের নিজ বাড়ি থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছয়টি ককটেল ও দুইটি হাসুয়া উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।
নিহত জঙ্গি আবদুল্লাহ নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, শীর্ষস্থানীয় জঙ্গি নেতা আবদুল্লাহ সম্প্রতি ঢাকার কল্যাণপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত হন। আবদুল্লাহর মৃত্যুর প্রতিশোধ নিতে তার সহযোগী একই গ্রামের আলমগীর হোসেন পুনরায় হামলার প্রস্তুতি নিচ্ছিল। এই সময় খবর পেয়ে তাকে নিজ বাড়ি থেকে ছয়টি ককটেল ও দুইটি হাসুয়াসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানার উপপরিদর্শক (এসআই) আহসানুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেছে।
ওসি আরো জানান, আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও অধিকতর তদন্তের জন্য মামলাটি দিনাজপুর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা দিনাজপুর গোয়েন্দা পুলিশের এসআই বজলুর রশীদ আলমগীরের সাত দিনের রিমান্ড চেয়ে সন্ধ্যায় দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে আবেদন করেন। আদালতের বিচারক গোপাল চন্দ্র তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।