মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক লাঞ্ছিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/03/photo-1470240821.jpg)
মাদারীপুর সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিচারককে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার ছিলারচর বাজারে এ ঘটনা ঘটে।
এরপর বিকেলে ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ এনে বাজারের সব দোকানপাট বন্ধ করে প্রতিবাদ করেন।
স্থানীয়রা জানায়, উপজেলার ছিলারচর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের লেবেল না থাকাসহ বিভিন্ন কারণে কয়েক ব্যবসায়ীকে জরিমানা করেন। এ সময় কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সহকারী কমিশনার তানজিলা কবির ত্রপাকে লাঞ্ছিত করে।
এ ব্যাপারে সহকারী কমিশনার তানজিলা কবির ত্রপা বলেন, ‘ব্যবসায়ীরা একটু ঝামেলা করেছিল তবে আমরা তাদের বিভিন্ন অপরাধে জরিমানা করেছি। এ বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না। যা বলার জেলা প্রশাসক (ডিসি) স্যার বা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) স্যার বলবেন।’
এ ব্যাপারে জেলা প্রশাসক কালাম উদ্দিন বিশ্বাস বলেন, ‘আমি ঢাকায় আছি। আর বিষয়টি আমার জানা নেই।’