এনটিভি চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তি দাবি
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তি ও সব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
আজ সোমবার বিকেলে রাজশাহী সিটি প্রেসক্লাব মিলনায়তনে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী মুক্তি পরিষদের রাজশাহী আঞ্চলিক কমিটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এই দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, এনটিভি গণতন্ত্রের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখে নির্যাতিত ও নিপীড়িত মানুষের কথা বলে। এনটিভির কর্ণধার ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীকে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেপ্তার করা করেছে।
আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী মুক্তি পরিষদ রাজশাহী আঞ্চলিক কমিটির আহ্বায়ক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যাপক ড. হাছানাত আলীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুল আলম সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. কে বি এম মাহবুবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাহাল উদ্দিন, অধ্যাপক ড. শামসুজ্জোহা এছামী, অধ্যাপক ড. সৈয়দ সরওয়ার জাহান লিটন, অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসুদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি এলাহী বক্স মণ্ডল, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাবেক সম্পাদক আবদুস সবুর, সাংবাদিক ইউ আদনান, সাংবাদিক তরিকুল ইসলাম, কবি মনজু রহমান, কবি ইতি রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বুলবুল আহমদ ফাহিম।
প্রতিবাদ সমাবেশ শেষে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর আশু মুক্তি ও সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলহাজ এরশাদ আলী খান।