মাদারীপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/06/photo-1470497114.jpg)
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানা এলাকায় বন্যার পানিতে ডুবে আলিফ ফকির নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকেলে কাজীবাকাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের পশ্চিম খান্দুলী গ্রামের আলমগীর ফকিরের ছেলে আলিফ সবার অলক্ষে ঘরের পেছনে বন্যার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে ঘণ্টা দুয়েক পর ঘরের পেছনেই লাশ পাওয়া যায়।