ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিলেন চিফ হুইপ

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী আজ মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা শেষে স্থানীয় উপজেলা প্রশাসন ও সুধীজনের সাথে মতবিনিময় করেন। ছবি : এনটিভি
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা দিয়েছেন। পরে তিনি উপজেলা প্রশাসন ও সুধীজনের সাথে মতবিনিময় করেন।
আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরী উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সুধীজন ও উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেন। এ সময় রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাকিম প্রমুখ বক্তব্য দেন।