শিশু আছিয়ার মৃত্যুতে ঢাবিতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
জানাজার নামাজ পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেকুল ইসলাম। জানাজা শেষে শিক্ষার্থীরা কফিন নিয়ে রাজু ভাস্কর্যের দিকে মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলে তারা ধর্ষকের বিচার ও শাস্তির দাবিতে সোচ্চার হন। ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকের বিরুদ্ধে, আগুন জ্বালাও একসাথে’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’ইত্যাদি স্লোগানে মুখরিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুম মুনিরা সমাবেশে বলেন, ‘আমরা জাতি হিসেবে লজ্জিত যে এরকম একজন ধর্ষকের বিচার এখনো করতে পারিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে না পারেন, তবে দায়িত্ব ছেড়ে দিন। আপনারা যদি বিচার করতে না পারেন, তবে আমাদের হাতে ছেড়ে দিন। যারা ওই বাচ্চাকে ধর্ষণ করতে পারে, তারা কাপুরুষ। তাদের জনসম্মুখে এনে ফাঁসি দেওয়া হোক।‘
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরেফা খাতুন বলেন, ‘আমাদের এই প্রতিবাদ করে কোনো লাভ হচ্ছে না। এই বাচ্চাটা সাত দিন লড়াই করেছে। তার লড়াইয়ের ভার এসে পড়েছে আমাদের ঘাড়ে। আজকে বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, কিন্তু সেগুলো আমাদের কানে আসছে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই।’
শিক্ষার্থীরা ধর্ষকের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, "আমরা শুধু আছিয়ার জন্য নয়, দেশের প্রতিটি নারী ও শিশুর নিরাপত্তার জন্য লড়াই করব।"