শিবচরে বন্যার পানি কমছে, বাড়ছে নদীভাঙন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/07/photo-1470521077.jpg)
গত ২৪ ঘণ্টায় মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর পানি ১৫ সেন্টিমিটার কমে এখনো বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে গত পাঁচ দিনে পদ্মা নদীর এ অংশে ৪৩ সেন্টিমিটার পানি কমলেও নদীভাঙনের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। এখনো রোপা আমন, পাট, শাকসবজিসহ প্রায় সাড়ে তিন হাজার হেক্টর ফসলের মাঠই পানিতে তলিয়ে রয়েছে। এ ছাড়া নদীতে বিলীন হয়েছে দুই শতাধিক হেক্টর ফসলি জমির মাঠ। পদ্মা ও আড়িয়াল খাঁ নদীভাঙনের তীব্রতা বেড়ে এ পর্যন্ত চার শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, গতকাল শনিবার সকাল থেকে বন্যাদুর্গত পদ্মা নদীর চরাঞ্চল ও ভাঙনকবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ তৎপরতা শুরু করেছেন সাবেক হুইপ ও সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। তিনি দুর্গত ছয়টি স্থানে সরেজমিন পরিদর্শন করে এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
এ সময় জেলা উপজেলার প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।