ময়মনসিংহে খাবার তৈরির কারখানায় আগুন
ময়মনসিংহ শহরের খাগডহর এলাকায় খাদ্যদ্রব্য তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান সোহেল রানা জানান, কারখানায় মুড়ি, চানাচুর ও ডালভাজা তৈরি হতো। আজ সকাল পৌনে ৮টার দিকে কারখানার মালিকের ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি দল। তারা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার চুলা থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন সোহেল রানা। আগুনে কারখানার ভেতরে থাকা চারটি মেশিন, মোটর ও বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন তিনি।
তবে কারখানার মালিক মাহবুবুল আলম জানিয়েছেন, তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।